ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভাগ্যশ্রীপুত্রের সঙ্গে প্রেম করছেন সোনাল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ভাগ্যশ্রীপুত্রের সঙ্গে প্রেম করছেন সোনাল! ছেলে অভিমন্যুর সঙ্গে ভাগ্যশ্রী ও সোনাল চৌহান (ছবি: সংগৃহীত)

‘জান্নাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলে সোনাল চৌহান। এরপর দক্ষিণের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে, বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর ছেলের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে তার। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ওই প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যুর সঙ্গে প্রেম করছেন ‘জান্নাত’খ্যাত এই অভিনেত্রী। এক বছর আগে পরিচয় হয় সোনাল-অভিমন্যুর।

তারপর প্রায় সময় একসঙ্গে দেখা গেছে তাদের।

গত ফেব্রুয়ারিতে নিজের ২৬তম জন্মদিন প্রেমিকা সোনাল ও তার কিছু কাছের বন্ধুদের সঙ্গে উদযাপন করেন অভিমন্যু। এমনকি ভারতে অনুষ্ঠিত জাস্টিন বিবারের কনসার্টেও একসঙ্গে হাজির হয়েছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।