ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সেন্সরের কোপে শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
সেন্সরের কোপে শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’ ‘জাব হ্যারি মেট সেজাল’-এর পোস্টার

ভারতীয় চলচ্চিত্রকে ‘সংস্কারি’ করে তুলতে কোনও খামতিই রাখছেন না পহেলাজ নিহালনি। এবার সিবিএফসি প্রধানের কড়া নজরের কোপে পড়লো শাহরুখ-আনুশকার ‘জাব হ্যারি মেট সেজাল’।

তবে চমকপ্রদ ব্যাপার হলো- ছবি নয়, এবার ছবির প্রমোর একটি শব্দ নিয়েই আপত্তি তুলেছেন পহেলাজ। তার দাবি, ছবি ও তার প্রমোতে রাখা যাবে না ‘ইন্টারকোর্স’ অর্থাৎ যৌনমিলন শব্দটি।

যদি এমনটি হয় তবে তাকে দেওয়া হবে U/A সার্টিফিকেট।

টেলিভিশনে, বিশেষ করে নিউজ চ্যানেলগুলোতে ট্রেলারটি দেখানোয় বেজায় চটেছেন সিবিএফসি পহেলাজ। এমনকি সেটি বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

‘জাব হ্যারি মেট সেজাল’-এর প্রমো

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।