ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

আত্মশুদ্ধির এক গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
আত্মশুদ্ধির এক গান পারভেজ, ছবি: সংগৃহীত

‘আমি অসহায় এক বৃক্ষ/একটাই মনে দুঃখ/মাটি আমার পায়ের শিকড় রেখেছে ধরে/আমি কেমন করে হেঁটে যাবো তোমার কাবা ঘরে/আল্লাহ আল্লাহ’— এমন কথার গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। শিল্পীর মতে, এটি তার গাওয়া আত্মশুদ্ধির গান।

সুফি ধারার গান গেয়ে নজর কেড়েছেন পারভেজ সাজ্জাদ। ‘পথ গেছে বেঁকে’, ‘এ জীবন হারিয়ে যায়’ প্রভৃতি গানগুলো তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে।

এবার পারভেজ গাইলেন ‘আল্লাহ’ নামের নতুন গান। ঈদ উপলক্ষে এটি প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল।

দেলোয়ার আরজুদা শরফের কথায় অভি আকাশের সুরে ‘আল্লাহ’ গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির প্রকাশনা উপলক্ষে ২২ জুন সন্ধ্যায় বাংলা ঢোলের ফেসবুক পাতায় লাইভে কথা বলেছেন শিল্পী ও গীতিকার।  

* ‘আল্লাহ’ গানের অডিও লিংক: 

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।