ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতালে ভর্তি ভারতী সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
হাসপাতালে ভর্তি ভারতী সিং ভারতী সিং (ছবি: সংগৃহীত)

হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় নারী কমেডিয়ান ভারতী সিং। পেটে অসহ্য যন্ত্রণা হওয়ায় বৃহস্পতিবার (২২ জুন) তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় তার কিডনিতে পাথর রয়েছে। শনিবার তার অস্ত্রোপচার করা হয়।

একই দিনে ভারতীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজের অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ভারতী। যেখানে তিনি অনুরাগীদের তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য ধন্যবাদ জানান।

ভারতী সিং ও হর্ষ (ছবি: সংগৃহীত)জানা গেছে, অস্ত্রোপচারের কারণে নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘নাচ বালিয়ে’র ফাইনালে যোগ দিতে পারছেন না ভারতী। এর জন্য দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বহু প্রতিদ্বন্দ্বীকে টপকে ফাইনালে পৌঁছুলেও অসুস্থতার জন্য শেষে লড়াই ছেড়ে দিতে হলো বলে ভারতী কিছুটা আক্ষেপ করছেন। কিন্তু প্রেমিকার পাশে থেকে তাকে আশ্বস্ত করেন হর্ষ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।