ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

এবার কাশ্মিরি মুসলিম নারীর চরিত্রে আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এবার কাশ্মিরি মুসলিম নারীর চরিত্রে আলিয়া আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

ছাত্রী, প্রেমিকা, অপহৃত মেয়ে চরিত্রের পর এবার মুসলিম নারী চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। মেহানা গুলজার পরিচালিত ‘রাজি’ ছবিতে কাশ্মিরি মুসলিম নারী চরিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে। যিনি একজন পাকিস্তানি আর্মি অফিসারকে বিয়ে করেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন ভিকি কুশল।

হারিন্দর সিক্কার উপন্যাস ‘কলিং সেহমত’ অবলম্বনে নির্মিত হবে ‘রাজি’। আগামী জুলাই থেকে শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ।

এটি যৌথভাবে প্রযোজনা করবেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও জঙ্গল বুক প্রোডাকশন।

‘রাজি’তে আলিয়ার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে করণ তার টুইটারে লিখেছেন, “আলিয়া ও ভিকিকে নিয়ে শুরু হচ্ছে ‘রাজি’। ”

ছবিতে অভিনয় প্রসঙ্গে ভিকি কুশল তার টুইটারে লিখেছেন, “রাজি’র একটি অংশ হতে পেরে সত্যি আনন্দিত লাগছে। ধন্যবাদ করণ স্যার। ”

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।