ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ স্পেশাল

আনন্দ মেলা এবং…

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আনন্দ মেলা এবং… নাবিলা, সজল ও নুসরাত ফারিয়া (ছবি: সংগৃহীত)

নাটক, টেলিছবি, চলচ্চিত্রের পাশাপাশি ঈদ আয়োজনে দর্শকের আগ্রহের অন্য নাম ম্যাগাজিন অনুষ্ঠান। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’ অন্যতম।
 

‘আনন্দ মেলা’র পাশাপাশি ঈদের দিন বেসরকারি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে আরও কিছু অনুষ্ঠান। জেনে নেওয়া যাক সেগুলোর প্রচার সময়—  

বিটিভিতে ‘আনন্দ মেলা’ প্রচার হবে রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

এবার এটি উপস্থাপনা করছেন সজল ও নাবিলা। এতে গান গাইবেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, চন্দন সিনহা, আঁখি আলমগীর, মেহরিন প্রমুখ। এ ছাড়া থাকবে জুয়েল আইচের জাদু পরিবেশনা। নৃত্য পরিবেশনা করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। থাকছে টিভি উপস্থাপকদের নিয়ে গেম শো।

চ্যানেল আইয়ে রাত ১২টায় প্রচার করবে ‘ভালোবাসার বাংলাদেশ—পর্ব ১’। এটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন জিল্লুর রহমান। অংশগ্রহণে রাজনীতিবিদ ও তাদের পরিবার। গান, কবিতা ও নাটিকায় অংশ নিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ, ব্যারিস্টার নাজমুল হক, নূরে আলম সিদ্দিকী, ইসরাফিল আলম এমপি, নাজমা আক্তার, অপু উকিল, ব্যারিস্টার রুমিন ফারহান, আসিফা আশরাফি পাপিয়া, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ডিইক চৌধুরী, গোলাম সরয়ার মিলন ও জুনায়েদ আহমেদ পলক।

চ্যানেল নাইনে থাকছে ‘ঈদ আনন্দ—পর্ব ১’। প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। চ্যানেলটির বিশেষ অনুষ্ঠানের চুম্বকাংশ নিয়ে এ আয়োজন।  

এসএ টিভিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘লিমিটেড এডিশন—পর্ব’। উপস্থাপনায় থাকছেন আমব্রিন ও ফুয়াদ। থাকবে স্ট্যান্ডআপ কমেডি, ম্যাজিক, ইউটিউব স্টারদের পারফরম্যান্স, গেমস, সেলিব্রেটি আড্ডা ও তরুণ কণ্ঠশিল্পীদের গান।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।