ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কারিশমার বিকিনি লুক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
কারিশমার বিকিনি লুক কারিশমা কাপুর (ছবি: সংগৃহীত)

বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন কারিশমা কাপুর। তবে লাইমলাইটে রয়েছেন তিনি। কখনও ব্যক্তিগত জীবন আবার কখনও স্টাইলের কারণে খবরের শিরোনামে থাকে বলিউডের এই অভিনেত্রীর নাম। এবার বিকিনি লুক নিয়ে সকলের সামনে হাজির হয়েছেন ‘বিবি নাম্বার ওয়ান’খ্যাত এই তারকা।

সম্প্রতি ফ্র্যান্সে অবকাশ যাপনের জন্য গিয়েছেন কারিশমা। আর সেখানেই তোলা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

যেখানে দেখা যাচ্ছে, মাথায় কালো রঙা টুপি ও একই রঙের বিকিনি পরে রয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সানি ডে’।

সবশেষ ২০১২ সালে ‘ডেঞ্জার ইশক’ ছবিতে দেখা গিয়েছিলো কারিশমা কাপুরকে। এতে তার সহশিল্পী ছিলেন রণজিশ দুগ্গাল, জিমি সেরগিলসহ প্রমুথ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।