ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তৃতীয় সন্তানের অপেক্ষায় কিম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
তৃতীয় সন্তানের অপেক্ষায় কিম! কিম কারদাশিয়ান (ছবি: সংগৃহীত)

খবরের শিরোনামে কিভাবে আসতে হয় সেটি হয়তো খুব ভালো করেই জানেন কিম কারদাশিয়ান ও কানইয়ে ওয়েস্ট দম্পতি। এছাড়া তাদের ব্যক্তিগত জীবন তো খোলা পাতা। কেননা এই দম্পতি এমন সব কাণ্ড করেন যে মিডিয়ার নজর পড়তে বাধ্য।

তবে এবার খবরের শিরোনামে ভিন্ন কারণে এসেছেন এই দম্পতি। শোনা যাচ্ছে, সারোগেসি পদ্ধতির মাধ্যমে তৃতীয় সন্তানের কথা ভাবছেন তারা।

সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো।  

ওই প্রতিবেদনগুলোতে আরও জানানো হয়, কিম-কানইয়ে যে সরোগেট মাকে খুঁজছেন তাকে না-কি সব ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে। এমনকি সেসময় কোনও যৌন সম্পর্কেও তাকে না জড়ানোর শর্ত দেবেন তারা। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু বিধিনিষেধ। তবে এর বিনিময়ে সেই সারোগেট মাকে বেশ ভালো অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হবে।

ব্যক্তিজীবনে নর্থ ওয়েস্ট ও সেন্ট ওয়েন্ট নামে দুই সন্তানের মা কিম।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।