ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন রিয়াজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালেন রিয়াজ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও রিয়াজ (ছবি: সংগৃহীত)

‘অনিয়মের অভিযোগ’ নিয়ে ঈদে যৌথ প্রযোজনার দুই ছবি ‘বস টু’ ও ‘নবাব’-এর মুক্তি পাওয়াকে কেন্দ্র করে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ও শাকিব খানকে বয়কট করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এ প্রসঙ্গে একটি টিভিতে কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা চিত্রনায়ক রিয়াজ।

যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অনিয়মের অভিযোগ তুলে কিছুদিন ধরেই এফডিসির শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের ১৮টি সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’-এর ব্যানারে আন্দোলন করছে। আন্দোলনের মুখে ‘নবাব’ ও ‘বস-২’ঈদে মুক্তি পাচ্ছে।

সম্প্রতি তথ্যমন্ত্রী একটি বেসরকারি টিভি চ্যানেলে কথা বলেছেন।

সাক্ষাৎকারে হাসানুল হক ইনু বলেছেন, ‘যৌথ প্রযোজনার সিনেমাকে কেন্দ্র করে সেন্সর বোর্ডের বৈঠকে আক্রমণ করা একদম নীতিবহির্ভূত কাজ। এর সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের কোনো সম্পর্কই নাই, মানে তাদের কোনো দোষই নাই। ওখানে যে সম্মানিত সদস্য নওশাদ সাহেবের গায়ে হাত দিয়েছেন, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এবং বাংলাদেশের পদকপ্রাপ্ত শিল্পী মিশাদের উপস্থিতিতে এই লাঞ্ছনা খারাপ ঘটনা। ’ তিনি বলেন, ‘আবার বলছি, যৌথ সিনেমার নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সবকিছুর সিদ্ধান্ত নেয় এফডিসির প্রিভিউ কমিটি। এখানে কোনো মন্ত্রীও বসেন না, সচিবও বসেন না। ’

এ প্রসঙ্গে রোববার (২৫ জুন) দুপুরে রিয়াজ বাংলানিউজকে বলেন, ‘তথ্যমন্ত্রী চমৎকারভাবে কিছু বিষয় পাশ কেটে গেছেন। তিনি বলেননি যে, তার ব্যক্তিগত চাপে ছবি দুটিকে পুনারায় অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। সেই চিঠিও আছে আমাদের কাছে। তিনি যে চাপ প্রয়োগ করেছেন, ছবি দুটিকে ছেড়ে দিতে বলেছেন, ফোনকলে সেই প্রমাণও তো আছে। ’

‘দর্শকেরা হল থেকে সরে গিয়েছিলও কিন্তু। প্রখ্যাত অভিনেতা শাকিব খানের নেতৃত্বে চলচ্চিত্রে পুনরুজ্জীবন ঘটছে। গত কয়েক মাসে শাকিব খানকে দুইবার বহিষ্কার করে দিলো’— তথ্যমন্ত্রীর এমন বক্তব্যেও দ্বিমত পোষণ করেছেন রিয়াজ।

তিনি বলেন, ‘যদি শাকিব খানের নেতৃত্বে ইন্ডাস্ট্রি চলে তাহলে তো আমাদের কাউকে দরকার নেই। তাহলে উনি, শাকিব আর জাজ মাল্টিমিডিয়া সিনেমাকে ধরে রাখতে পারেন। ’

সাক্ষাৎকারে মন্ত্রী চলচ্চিত্রের জন্য ‘অনেক কিছু’ করেছেন বলে উল্লেখ করেছেন। এর প্রতিবাদ করে রিয়াজ বলেন, ‘উনি যদি কিছু করে থাকেন সেটা করেছেন জাজ মাল্টিমিডিয়ার জন্য। সিনেমার জন্য কিছুই করেননি, ধ্বংস ছাড়া। ’  

রিয়াজ আরও বলেন, ‘আমরা মনে করি তথ্যমন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি নিলে চলচ্চিত্রের মঙ্গল হবে। চলচ্চিত্রের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন কাঁদে। কিন্তু এই টাইপের মানুষের কারণে, ভুল বোঝানোর কারণে তিনি ভালো কিছু করতে পারেন না। আমরা আশা করবো এ রকম একজন তথ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ হবে। এবং প্রধানমন্ত্রী চলচ্চিত্রের জন্য আন্তরিকভাবে কিছু করবেন। ’   

শাকিব খানকে কতোদিন বয়কট করে রাখা হবে? এর কি সুষ্ঠু সমাধান নেই? এমন প্রশ্নের জবাবে রিয়াজ জানান, চলচ্চিত্র পরিবারের কেউ কারো শত্রু নয়। এখানে সবাই নিজের কাজ করবে, ভালো করবে, এ নিয়ে কারোর মাথা ব্যথা নেই। শাকিব খানের ব্যাপারে সেই পরিবারেই সিদ্ধান্ত নিয়েছে। চলচ্চিত্রের ভালো-মন্দের ব্যাপারে তথ্য মন্ত্রনালয়ের দেওয়া কোনো ‘সুষ্ঠু সমাধান’ তারা মানবেন না। কারণ আন্দোলনকারীরা তথ্যমন্ত্রীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখছে না। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ তারা মাথা পেতে মেনে নেবেন বলে জানান রিয়াজ।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।