ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

যে মেয়েটি কাঁদিয়েছে করণকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
যে মেয়েটি কাঁদিয়েছে করণকে করণ জোহর (ছবি: সংগৃহীত)

প্রযোজক ও উপস্থাপক দুই ভূমিকাতেই দারুণ জনপ্রিয় করণ জোহর। বক্স অফিসে হিট ছবি যেমন উপহার দেন, তেমনই মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্যও করে বসেন। তবে করণের ‘লাভ লাইফ’ নিয়েও কৌতূহলের শেষ নেই।

তিনি কি সমকামী? তাকে নিয়ে এই প্রশ্ন একাধিক বার উঠেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু, একটি মেয়ের জন্য না-কি কেঁদে ফেলেছিলেন তিনি! সম্প্রতি নিজে মুখেই স্বীকার করলেন সে কথা।

গত ফেব্রুয়ারিতে সরোগেসি পদ্ধতিতে যমজ সন্তান যশ ও রুহির বাবা হয়েছেন করণ। আর তার মেয়ে রুহি না-কি কাঁদতে বাধ্য করেছিলেন তাকে।

এ প্রসঙ্গে একটি টেলিভিশন শো’তে করণ বলেন, ‘‘আমি প্রথম কোলে নিয়েছিলাম আমার মেয়ে রুহিকে। সে যে কি অনুভূতি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কখন যে কেঁদে ফেলেছিলাম আমি নিজেও জানি না। পরে যশকে কোলে নিয়েছিলাম। এসব অনুভূতি বলে বোঝানো যায় না। ’’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।