ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বরিশালে সিনেমা হলে ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
বরিশালে সিনেমা হলে ভাঙচুর

বরিশাল: ঈদ আনন্দে সিনেমা দেখতে এসে হলের ভেতরে ভাংচুর চালিয়েছে বেশ কয়েকজন দর্শক।

সোমবার (২৬ জুন) দিনগত রাত পৌনে ১১টার দিকে বরিশাল শহরের সদররোডের অভিরুচি সিনেমা হলে এ ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় হলের কয়েকজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি সামাল দিতে প্রথমে হলের কর্মী ও কিছু দর্শক মিলে হামলা ও ভাঙচুরকারীদের ধাওয়া দিয়ে বের করে দেয়। পরে হামলাকারীদের মধ্য থেকে কয়েকজন যুবক রাস্তায় নেমে হলে ইট-পাটকেল নিক্ষেপ করে।

সবশেষ কোতোয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

হলের ম্যানেজার সৈয়দ রেজাউল কবির জানান, কয়েকজন বখাটে যুবক উত্তেজিত হয়ে হলের ভেতরের বসার চেয়ার, লাইট ও বাহিরের গ্লাস ভেঙে দিয়েছে। তারা পণ্ডিত ও আক্কেল মিয়াকে নামে দুই কর্মীকেও মেরে আহত করে।  

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এমএস/এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।