ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

দুই হাজার কোটির ঘরে ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
দুই হাজার কোটির ঘরে ‘দঙ্গল’ ‘দঙ্গল’ ছবির পোস্টার

বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললো আমির খান অভিনীত ‘দঙ্গল’। কেননা দুই হাজার কোটির ঘরে পৌঁছে গেছে ছবিটি।

গত বছরের ডিসেম্বরে ভারতে মুক্তি পেয়েছিলো কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবনী নিয়ে তৈরি ছবিটি। যা বক্স অফিসে কোটি কোটি রুপির ব্যবসা করে।

এরপর চীনে মুক্তি দেওয়া হয় এটি। এককথায় বলা যায় চীনে সাড়া ফেলে দিয়েছে ‘দঙ্গল’। সেই চীনের হাত ধরেই বক্স অফিসে নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে ‘দঙ্গল’।

তবে শুধুই বক্স অফিস নয়, দর্শক থেকে শুরু করে সমালোচক সকলেরই মন ছুঁয়ে গিয়েছে এ ছবি। কিছুদিন আগেই BRICS ফিল্ম ফেস্টিভালে চীনা পরিচালক লু চুয়ান বলেন, তাদের কাছে ‘দঙ্গল’ একটি অনুপ্রেরণা। কোনও প্রচার না করা সত্ত্বেও যেভাবে এই ছবি চীনা দর্শকরা আপন করে নিয়েছে তা সত্যিই শিক্ষণীয়।

‘দঙ্গল’ ছবির পোস্টারভারতে ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ছিলো ২০০ কোটি। সারা বিশ্ব জুড়ে এই ছবি ঘরে তোলে আরও ৮০০ কোটি। সোমবার (২৬ জুন) সেই তালিকায় নতুন সংযোজন। চীনে ছবি মুক্তির ৫২তম দিনে এই ছবি ব্যবসা করেছে ২.৫ কোটি রুপি। আর সেই আড়াই কোটি দিয়েই ‘দঙ্গল’-এর মোট বক্স অফিস কালেকশন ছুঁয়ে ফেলল ২০০০ কোটি রুপির মাইলস্টোন। এই প্রথম কোন ভারতীয় ছবি নাম লেখালো দুই হাজার কোটির ক্লাবে। বক্স অফিসের নিরিখে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সেরা বিশ এর মধ্যে ১৬ নম্বর স্থানে উঠে এসেছে ‘দঙ্গল’। ইংরেজি ভাষার ছবি বাদ দিয়ে বক্স অফিসের নিরিখে এটি সেরা পঞ্চম ছবি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।