ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কফি শপ কর্মী ছিলেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
কফি শপ কর্মী ছিলেন শ্রদ্ধা শ্রদ্ধা কাপুর (ছবি: সংগৃহীত)

শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। বলিউড অভিনেত্রী হওয়ার আগে না-কি বোস্টনের একটি কফি শপে কাজ করতেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ওই প্রকাশিত প্রতিবেদনগুলোতে জানা যায়, বোস্টন ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়াশোনা চলাকালীন কলেজের পর না-কি একটি বিখ্যাত কফি শপে কাজ করতেন শ্রদ্ধা। কিন্তু এমন সিদ্ধান্তের কারণ কী?

এ প্রসঙ্গে ‘আশিকি টু’খ্যাত এই তারকার একটি ঘনিষ্ঠসূত্র জানান, শ্রদ্ধা না-কি খুব স্বাধীনচেতা।

নিজের কাজ নিজে করতেই পছন্দ করেন। তাই হাত খরচের পরিমাণ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ক’দিন আগে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘হাফ গার্লফ্রেন্ড’। এতে তার সহশিল্পী ছিলেন অর্জুন কাপুর। খুব শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।