ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

একনের পর শাহরুখের সঙ্গে ডিপলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
একনের পর শাহরুখের সঙ্গে ডিপলো শাহরুখ খান ও ডিজে ডিপলো (ছবি: সংগৃহীত)

‘ওয়ানা বি মাই চাম্মাক চাল্লো’র সুরে সুরে মাতিয়েছিলেন মার্কিন গায়ক-র‌্যাপার একন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত ‘রা. ওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে গেয়েছিলেন তিনি। এবার একই দেশের গায়ক, র্যাপার, সং রাইটার ও সংগীত পরিচালক ডিজে ডিপলোকে পাওয়া যাবে শাহরুখের সঙ্গে। 

টুইটার ও ফেসবুকে শাহরুখ জানান, তার নতুন ছবি ‘জাব হ্যারি মেট সেজাল’তে ‘ফুররর’ শিরোনামের গান থাকছে। এটি তৈরি করেছেন ৩৮ বছর বয়সী ডিপলো।

ছবির পাশাপাশি ‘ফুররর’-এর  আলাদা ভিডিও হচ্ছে, যার শুটিং হয়েছে স্পেন ও পর্তুগালে— এমনটাই ঈঙ্গিত দিয়েছেন কিংখান।  

৪ আগস্ট মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে তার বিপরীতে থাকছেন আনুশকা শর্মা। প্রযোজনা করেছেন গৌরী খান, পরিচালনায় ইমতিয়াজ আলী।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭ 
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।