ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

আরিফিন শুভর তিন খবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আরিফিন শুভর তিন খবর আরিফিন শুভ, ছবি: সংগৃহীত

আরিফিন শুভকে নিয়ে যৌথ প্রযোজনার ছবি ‘ওলট পালট’ আপাতত স্থগিত। দেশীয় প্রযোজনায় তৈরি হবে নতুন ছবি ‘ভাইজান’। এতে শুভর নায়িকা তিশা। এ ছাড়া ফেসবুকে স্বীকৃতি পেলো শুভর ফ্যানপেজ।

শিডিউল না মেলায় নিজেই বের হয়ে এসেছিলেন শুভ। পরে ‘ওলট পালট’ টিম তার সঙ্গে সামঞ্জস্য করে নেয়।

তবু শেষরক্ষা হলো না। ছবিটিই আর হচ্ছে না। শিরোনামের মতোই উল্টে পাল্টে গেলো সব আয়োজন।  

এ ব্যাপার বাংলানিউজকে শুভ বললেন, ‘প্রি প্রডাকশনের কাজে দীর্ঘসূত্রিতার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান মনে করেছে ছবিটির কাজ স্থগিত রাখাই ভালো। তাই এটি আর হচ্ছে না। ’

ছবি বন্ধ হয়ে যাওয়ায় ‘বিরক্ত’ বা ‘ক্ষুব্ধ’ নন শুভ। তিনি বলেন, ‘আমি বা আমরা এসবে অভ্যস্ত হয়ে পড়েছি। এর মধ্যে অবশ্য নতুন ছবির শুটিং শুরু করবো। ’ 

শুভর নতুন ছবিটি হলো ‘ভাইজান’। ‘অস্তিত্ব’-এর পর ফের জুটি বাঁধছেন শুভ-তিশা। প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করবেন কলকাতার রাজা চন্দ।  

এদিকে ফেসবুকে আরিফিন শুভর ফ্যানপেজ ভেরিফাইড হয়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত নায়ক। ‘এই অর্জন ভক্তদের কারণেই সম্ভব হয়েছে’ বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।