ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

নাসায় প্রশিক্ষণ নিলেন সুশান্ত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
নাসায় প্রশিক্ষণ নিলেন সুশান্ত! সুশান্ত সিং রাজপুত (ছবি: সংগৃহীত)

ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনীর জীবনী নিয়ে তৈরি ‘এমএস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এরপর তাকে দেখা গেছে ‘রাবতা’ ছবিতে। বলিউডের এই অভিনেতা এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘চন্দা মামা দূর কে’র কাজ নিয়ে। যেখানে একজন মহাকাশচারীর ভূমিকায় দেখা যাবে সুশান্তকে।

শোনা যাচ্ছে, ছবিতে নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে নাসায় প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, কিছুদিন আগে নাসায় প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সুশান্ত।

যেখানে মহাকাশচারীর পোশাক পরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। যার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন সুশান্ত।

সঞ্জয় পুরান সিং পরিচালিত ‘চন্দা মামা দূর কে’ মুক্তি পাবে ২০১৮ সালের ২৬ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।