ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

হিরো আলমের ভক্ত শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
হিরো আলমের ভক্ত শাহরুখ! শাহরুখ খান ও হিরো আলম (ছবি: সংগৃহীত)

হিরো আলম। নামটি তো শুনেই থাকবেন। যদি না শুনে থাকেন, তাহলে ফেসবুক কিংবা ইউটিউবে একটু ঢুঁ মেরে আসতে পারেন। তাহলেই বুঝবেন নেটদুনিয়ার বাসিন্দাদের কাছে কতোটা ‘আলোচিত’ স্বঘোষিত এই ‘সুপারস্টার’।

কেআরকে কিংবা রাখি সাওয়ান্ত তো বটেই, সাম্প্রতিক ঢিংচ্যাক পূজার জনপ্রিয়তাকেও টক্কর দিতে পারেন এই স্বঘোষিত তারকার জনপ্রিয়তা। হিরো আলম ‘দাবি’ করেছেন, বলিউড বাদশা শাহরুখ খানও না-কি তার ‘ফ্যান’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, হিরো আলমের সঙ্গে সেলফি তুলছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এর ক্যাপশনে হিরো মজা করে লিখেছেন, ‘আমার অন্ধভক্ত শাহরুখ খান। আমার সঙ্গে সেলফি তুলছেন। শাহরুখ আমার ভক্ত তোমার জন্য ভালোবাসা রইলো। ’

 আসলে হিরো আলম যে স্থিরচিত্রটি শেয়ার করেছেন সেটি ফটোশপে তৈরি করা। হোক না ফটোশপ, এই করেই তো সংবাদের শিরোনামে উঠে আসেন হিরো আলম!

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।