ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

‘এবিসিডি থ্রি’তে অভিনয় করতে চান শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
‘এবিসিডি থ্রি’তে অভিনয় করতে চান শাহরুখ ‘ড্যান্স প্লাস থ্রি’র মঞ্চে রেমো ডি’সুজা ও শাহরুখ খান (ছবি: সংগৃহীত)

ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত শাহরুখ খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা।

সম্প্রতি ছবিটির প্রচারণার জন্য নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান ‘ড্যান্স প্লাস থ্রি’তে গিয়েছিলেন কিং খান। যেখানে নৃত্যপরিচালক-নির্মাতা রেমো ডি’সুজাকে ‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘এবিসিডি থ্রি’তে তাকে নেওয়ার জন্য অনুরোধ করেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকা।

এ প্রসঙ্গে কিং খানের ভাষ্য, ‘রেমোকে অনুরোধ করছি তিনি যেনো তার ছবির জন্য আমাকে  নির্বাচন করেন। সম্প্রতি আমি তার পরিচালনায় একটি গানের দৃশ্যধারণ করেছি যা সত্যিই অসাধারণ। ’   

আগামী ৪ আগস্ট মুক্তি পাবে শাহরুখ-অনুশকা অভিনীত ‘জাব হ্যারি মেট সেজাল’।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।