ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

যার সঙ্গে কথা বলি না তার সঙ্গে কিসের কাজ: কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
যার সঙ্গে কথা বলি না তার সঙ্গে কিসের কাজ: কাজল করণ জোহর ও কাজল (ছবি: সংগৃহীত)

ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা। দু’জনে মিলে একসঙ্গে কাজ করেছেন ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবিতে। কিন্তু বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে কথা বলেন না তারা। এমনকি কেউ কারও চেহারা পর্যন্ত দেখেন না। কথা হচ্ছে- বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহর ও অভিনেত্রী কাজলকে নিয়ে।

তবে চমকপ্রদ তথ্য হলো- এবার করণের সঙ্গে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কাজল।

এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে কাজল জানান, তিনি শুধু তাদের সঙ্গেই কাজ করেন, যাদের সঙ্গে তিনি স্বচ্ছন্দ।

তার মতে, কাজ তাদের সঙ্গেই করা যায়, যাদের সঙ্গে আমরা কথাবার্তা বলি। যদি কথাই না থাকে, কাজ চলবে কি করে?

গত বছর এক সময়ে মুক্তি পেয়েছিলো করণের প্রযোজিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও কাজলের স্বামী অজয় দেবগণ অভিনীত ‘শিবায়’। সেসময় অজয় অভিযোগ করেন, তার ছবি ফ্লপ করাতে ইচ্ছে করে তার খারাপ রিভিউ করাচ্ছেন করণ। এর জবাবে করণ তার আত্মজীবনী ‘অ্যান আনস্যুইটেবল বয়’-তে লিখেছেন, ছবি মুক্তির আগে অজয় তার সম্পর্কে খারাপ কথা বলেন। এ কারণেই কাজলের সঙ্গে ২৫ বছরের বন্ধুত্বের ইতি টানেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।