ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

জাস্টিনের গাড়ির ধাক্কায় আহত আলোকচিত্রী (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
জাস্টিনের গাড়ির ধাক্কায় আহত আলোকচিত্রী (ভিডিও) ছবি: সংগৃহীত

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, পপ সেনসেশন জাস্টিন বিবার গীর্জা থেকে বেরিয়ে তার গাড়িতে উঠেন। এসময় তাকে ঘিরে ধরে ভক্ত ও আলোকচিত্রীরা। আর সেসময় ঘটে এক অঘটন। কানাডিয়ান এই তারকার গাড়ির ধাক্কায় আহত হন এক আলোচিত্রী।

বুধবার (২৬ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে লস অ্যাঞ্জেলসের সিটি চার্চের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বেভারলি হিলস পুলিশ বিভাগ জানান, ঘটনার সময় খুব ধীরেই গাড়ি চালচ্ছিলেন বিবার।

কিন্তু দুর্ভাগ্যবশত তার গাড়ির সামনে এসে পড়েন ওই আলোকচিত্রী। আমার যখন ঘটনাস্থলে পৌঁছায় সেসময় মাটিতে পড়ে ছিলেন ৫৭ বছর বয়সী ওই ক্যামেরাম্যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বেভারলি হিলস পুলিশ বিভাগের সার্জেন্ট ম্যাথিউ স্টাউট জানান, পুলিশের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মিলে অনেক সহযোগীতা করেছেন ২৩ বছর বয়সী এই তারকা। ঘটনার পর ওই আলোকচিত্রীর সঙ্গে অনেকক্ষণ কথাও বলেছেন ‘বেবি’খ্যাত এই তারকা।

জাস্টিনের গাড়ির ধাক্কায় আহত আলোকচিত্রী ভিডিও:

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।