ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে ইন্দর কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
না ফেরার দেশে ইন্দর কুমার ইন্দর কুমার (ছবি: সংগৃহীত)

না ফেরার দেশে চলে গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইন্দর কুমার। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে বৃহস্পতিবার (২৭ জুলাই) আন্ধেরিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দু৷

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় ইয়ারি রোড শশ্মানে ‘ওয়ান্টেড’খ্যাত এই তারকার শেষকৃত্য সম্পন্ন হবে।

বলিউডে ২০টি ছবিতে অভিনয় করেছেন ইন্দর।

এর মধ্যে উল্লেখযোগ্য- ‘ওয়ান্টেড’, ‘কাহি পেয়ার না হো যায়ে’ ও ‘তুমকো না ভুল পায়েঙ্গে’র মতো ছবিগুলো। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন তিনি। অভিনয় করেছেন ‘কিউকি সাস ভি কাভি বহু থি’র মতো টেলিভিশন সিরিয়ালে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।