ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৫ বছর আগের ও পরের কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
২৫ বছর আগের ও পরের কাজল কাজল (ছবি: সংগৃহীত)

১৯৯২ সালের ৩১ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘বেখুদি’ ছবির মাধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন কাজল। এরপর অভিনয় করেছেন ‘বাজিগর’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিলওয়ালে’, ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো ব্লকবাস্টার ছবিগুলোতে। দেখতে দেখতে ক্যারিয়ারের ২৫ বছর পার করে ফেলেছেন কাজল।

২৫ বছরের ক্যারিয়ারে নানারকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কাজলকে। তবে, বলিউড ইন্ডাস্ট্রির থেকে অনেক কিছু পেয়েছেন বলেও মনে করেন তিনি।

এই ইন্ডাস্ট্রি তাকে যেভাবে আপন করে নিয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

সোমবার (৩১ জুলাই) বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের প্রথম ছবি ‘বেখুদি’র একটি স্থিরচিত্র শেয়ার করেছেন কাজল। এর ক্যাপশনে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘২৫ বছর আগে। সকলের এতো ভালোবাসা পাওয়া সত্যিই সম্মানের। ’

শুধু নিজের নয়, ২৫ বছর আগে বাবা-মায়ের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন বলিউডের এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।