ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যার সঙ্গে আনুশকার তুলনা করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
যার সঙ্গে আনুশকার তুলনা করলেন শাহরুখ কাজল, শাহরুখ খান ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’-এর প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। যার কারণে প্রতিদিনই তাদের কোনো না কোনো প্রচার অনুষ্ঠানে হাজির থাকতে হচ্ছে। এর ফাঁকে ফাঁকে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলের জন্য সাক্ষাৎকারও দিচ্ছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়ার ইউটিউব চ্যানেল ফিল্ম কম্পেনিয়নে সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ ও আনুশকা। যেখানে ‘কিং খান’ আনুশকার সঙ্গে তার সবচেয়ে প্রিয় সহশিল্পী কাজলের তুলনা করেছেন।

শাহরুখের মতে, বলিউডের দু’জন অভিনেত্রীকে পর্দায় তেমন অভিনয়ই করতে হয় না। একজন হলেন নব্বই দশকের তুমুল আলোচিত কাজল আর অন্যজন হলো সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা।

এ প্রসঙ্গে ‘দিলওয়ালে’খ্যাত এই তারকা বলেন, ‘আমি দু’জনের তুলনা করছি না। কিন্তু একটি কথা আমাকে বলতেই হবে, আমি যখন তাদের সঙ্গে অভিনয় করি তখন টের পাই না যে তারা কতো ভালো অভিনয় করছে। এরপর পর্দায় যখন তাদের অভিনয় দেখি, তখন মনে হয় তারা তো বাড়তি কিছুই করছে না। কিন্তু এরপরও তাদের কাজ দেখতে অসাধারণ লাগে। ’

‘মাই নেজ ইজ খান’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও কাজল। সবশেষ ২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন তারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।