ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সহশিল্পীকে চড় মারলেন ‘বাহুবলী’র স্কারলেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
সহশিল্পীকে চড় মারলেন ‘বাহুবলী’র স্কারলেট ছবি: সংগৃহীত

‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবির ‘মনোহরি’ গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী স্কারলেট উইলসন। এবার সহশিল্পীকে চড় মেরে খবরের শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শুটিং সেটে অশোভন আচরণ করায় উমাকান্ত রায় নামে এক সহশিল্পীকে চড় মেরেছেন স্কারলেট।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ‘হনসা-এক সংযোগ’ ছবির একটি আইটেম গানের দৃশ্যধারণ করছিলেন স্কারলেট। এসময় উমাকান্ত অশ্লীল মন্তব্য ও তার চুল ছোঁয়ার চেষ্টা করেন।

এমন অশালীন আচরণ সহ্য করতে না পেরে ওই অভিনেতাকে চড় মারেন তিনি।

২০১২ সাল থেকে বলিউড ছবির আইটেম গানে কোমর দোলাচ্ছেন স্কারলেট। এছাড়া অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবিতেও দেখা যাবে স্কারলেটকে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।