ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কে বলবে দিলারা জামান বৃদ্ধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
কে বলবে দিলারা জামান বৃদ্ধা! দিলারা জামান (ছবি: সংগৃহীত)

বয়সের কোটা পেরিয়েছে পঁচাত্তরের ঘর। কিন্তু এই বয়সেও প্রচ্ছদকন্যা হয়ে তাক লাগিয়ে দিলেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। লাইফস্টাইল ম্যাগাজিন আইস টুডে’র আগস্ট সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছে তার ছবি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর ছবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল।

জমকালো পোশাক, ছিমছাম মেকআপ, গাঢ় লিপস্টিক, কানে সোনালি দুল, খোলা চুল এবং অভিজাত ভঙ্গি, সব মিলিয়ে দিলারা জামানকে লাগছে অসাধারণ। দেখে বোঝারই উপায় নেই এগুলোর কোনও বৃদ্ধার ছবি! ফেসবুক-টুইটারে এমন মন্তব্যই করেছেন অনেকে।

ফটোসেশনটির জন্য তিনি পরেছেন ফ্যাশন হাউস ওয়ারা’র লং কামিজ। তার মেকআপ করা হয়েছে ফারজানা শাকিল’সে।

প্রচ্ছদ রচনায় প্রকাশিত হয়েছে আরও দুটি ছবি। এর একটিতে গাঢ় নীল কামিজের সঙ্গে চুলগুলো বেণি করেছেন দিলারা জামান। অন্যটিতে একটি গর্জিয়াস কালো শাড়ির সঙ্গে তার চুলগুলো খোপা করে রাখা। গুলশান ২ নম্বরের একটি রেস্টুরেন্টে হওয়া এই ফটোশুট করেছেন আবির হোসাইন নোমান, ফটোশুটের ধারণা ও নির্দেশনা দিয়েছেন গৌতম সাহা।

আইস টুডে’র আগস্টের ‘ওয়ার্ক অফ আর্ট’ সংখ্যাটি সাজানো হয়েছে দিলারা জামান, সারা যাকের, শম্পা রেজা, শামীম খান ও শারমিন লাকীকে নিয়ে।

১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন দিলারা জামান। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নব্বই দশকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এবং হুমায়ূন আহমেদের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আগুনের পরশমণি’তে দেখা গেছে তাকে। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ ছবিগুলোতে তার অভিনয় দর্শকদের মন ভরিয়েছে।

১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন দিলারা জামান। ২০০৮ সালে ‘চন্দ্রগ্রহণ’ ছবির ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।