ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে দিনে দিদির ফোনের অপেক্ষা করেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
যে দিনে দিদির ফোনের অপেক্ষা করেন শাহরুখ শাহরুখ খানকে রাখি পরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জী (ছবি: সংগৃহীত)

প্রতি বছরের একটি দিন নাকি বিশেষভাবে দিদি পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ফোনের অপেক্ষা করেন শাহরুখ খান। সেটি হলো রাখি বন্ধনের দিন। সম্প্রতি কলকাতায় ‘জাব হ্যারি মেট সেজাল’-এর প্রচারণা করতে গিয়ে এ কথা জানালেন বলিউডের এই সুপারস্টার।

এ প্রসঙ্গে ৫১ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘প্রতি বছর একটি গুরুত্বপূর্ণ শুভকামনার জন্য অপেক্ষা করি। কারণ প্রতি বছর রাখি বন্ধনের দিন দিদি (মমতা ব্যানার্জী) আমাকে ফোন দেন।

এ বছরও দিদির ফোনের অপেক্ষায় রয়েছি। ’

‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকা আরও জানান, ‘কলকাতায় আসার পর এখনও দিদির সঙ্গে দেখা হয়নি। কাল সকালে তাকে ফোন করবো। ’

শুক্রবার (৪ আগস্ট) মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।