ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারকাদের তারকা বন্ধু

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
তারকাদের তারকা বন্ধু ছবি: সংগৃহীত

অনস্ক্রিন থেকে অফস্ক্রিন বলিউডে যতো তাড়াতাড়ি বন্ধুত্ব তৈরি হয়, এক মুহূর্তে তা ভেঙেও যায়, কখনও বন্ধুত্বর মাঝে চলে আসে প্রেম তো কখনও ক্যারিয়ার। কিন্তু তার মাঝেও রয়েছে বেশ কিছু বন্ধুত্বের গল্প। কিছু বন্ধুতা প্রায়ই নজরে আসে সাধারণ মানুষের, কেউ কেউ আবার নিজেদের বন্ধুত্ব প্রকাশ করতে চান না জনসমক্ষে, কারণ বন্ধুত্বে ভাঙন ধরানোর লোকেরও অভাব নেই বলিউড ইন্ডাস্ট্রিতে।

‘শোলে’ থেকে শুরু করে হালফিলের ‘টিউবলাইট’। বলিউডের নানা ছবিতে উঠে এসেছে নানা ধরনের বন্ধুত্বের গল্প।

কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে অফস্ক্রিন যাদের বন্ধুত্বের গল্প সবসময় থাকে শিরোনামে, তারা হলেন বলিউডের দুই খান- শাহরুখ ও সলমন।

বছর খানেক আগে ঝগড়ায় প্রায় দু’ভাগ হয়ে গিয়েছিলো বলিউডের এই দুই সুপারস্টারের বন্ধুত্ব। এখন অবশ্য হাওয়া বদলেছে, এখন কান পাতলেই শোনা যায়ে তাদের বন্ধুত্বের কিসসা। তবে সালমানের প্রিয় বন্ধুর তালিকায় রয়েছেন সঞ্জয় দত্তও। সঞ্জু আর সল্লুর বন্ধুত্বও বেশ পুরনো। তেমনই শাহরুখের সালমান বাদেও রয়েছে আরও দু’জন সেরা বন্ধু, কাজল ও করণ জোহর। এইরকমই বেশ কিছু বন্ধুত্ব ছড়িয়ে রয়েছে ইন্ডাস্ট্রিতে। এই যেমন করিনা কাপুর খান ও অমৃতা রাও। বিদেশে ঘুরতে যাওয়া থেকে শুরু করে পার্টি কিংবা নাইট আউট, সবখানেই একসঙ্গে দেখা মেলে তাদের। তবে শুধু অমৃতা নয়, করিনার আরেক প্রিয় বন্ধু করণ জোহর।

তবে এই সব গল্পই সবারই জানা। কিন্তু কিছু তারকা রয়েছেন যারা নিজেদের বন্ধুত্ব খুব একটা জাহির করেন না জনসমক্ষে। সেসব তারকাদের বন্ধুত্ব নিয়ে আজ বন্ধু দিবসের এই আয়োজন-

ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রীতি জিনতা
দীর্ঘ কয়েক বছরের বন্ধুত্ব এই দুই অভিনেত্রীর। কিন্তু খুব একটা একসঙ্গে দেখা মেলে না তাদের। তার অবশ্য অন্যতম কারণ দু’জনের ব্যস্ততা।

প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ
বলিউডে সেরার তালিকায় দু’জনের টক্কর লেগেই থাকে। কিন্তু সেই টক্কর কখনই প্রভাব ফেলেনি ব্যক্তিগত জীবনে। অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব জমজমাট।

সোনম কাপুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ
দু’জন নায়িকা কখনওই ভালো বন্ধু হতে পারে না, এই কথাকে অবশ্য মিথ্যা প্রমাণ করেছেন এই জুটি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে পার্টি সব কিছুতেই একসঙ্গে উপস্থিত এই বেস্ট ফ্রেন্ড জুটি।

রণবীর কাপুর ও অর্জুন কাপুর
রণবীর কাপুরের প্রিয় বন্ধুর তালিকাটা বেশ দীর্ঘ। একদিকে পরিচালক অয়ন মুখোপাধ্যায় রয়েছেন অন্যদিকে রয়েছেন তার প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন, রয়েছেন আনুশকা শর্মাও। কিন্তু তার আরেক প্রিয় বন্ধু যার কথা সচরাচর শোনা যায় না তিনি হলেন অর্জুন কাপুর।

দীপিকা পাড়ুকোন ও সাহানা গোস্বামী
লিউডের আরেক অফ বিট বন্ধু দীপিকা পাড়ুকোন ও সাহানা গোস্বামী। দুই অভিনেত্রীর অভিনয়ের ঘরানা একেবারেই আলাদা কিন্তু তারা একে অপরের সেরা বন্ধু।

অজয় দেবগণ ও রোহিত শেঠি
অভিনেতা পরিচালকের এই জুটি অনস্ক্রিন যেমন সুপারহিট ও তেমনই অফস্ক্রিনও তাদের রসায়ন জমজমাট।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।