ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমির-কিরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমির-কিরণ আমির খান ও কিরণ রাও, ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু ও সোয়াইন ফ্লু। এর কবলে পড়ছেন অনেকেই। বাদ যাননি বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। কয়েক দিন ধরেই এইচওয়ানএনওয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছেন এই তারকা দম্পতি। সাতদিন তারা বাড়ি থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

‘সত্যমেব জয়তে ওয়াটার কাপ ২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমির দম্পতির উপস্থিত হওয়ার কথা ছিলো। অসুস্থতার কারণে সেটি সম্ভব হয়নি।

তবে ভিডিও কনফারেন্সে বার্তা পাঠিয়েছেন আমির।  

আমির-কিরণের সংস্থা ‘পানি ফাউন্ডেশন’ই এই সত্যমেব জয়তের অনুষ্ঠানের আয়োজক। ভিডিওতে আমির জানান, ইনফেকশন যাতে ছড়িয়ে না পড়ে সে জন্যই ওই অনুষ্ঠানে যাননি তারা। একই কারণে মন ভাল নেই আমিরের। তবে তার হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দীর্ঘদিনের বন্ধু অভিনেতা শাহরুখ খান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।