ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৭৫তম জন্মদিন উদযাপন করবেন না অমিতাভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
৭৫তম জন্মদিন উদযাপন করবেন না অমিতাভ অমিতাভ বচ্চন (ছবি: সংগৃহীত)

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ৭৫ বছরে পা রাখবেন আগামী ১১ অক্টোবর। কিন্ত এবারের জন্মদিন উদযাপন করবেন না তিনি।

সম্প্রতি নিজের ব্লগে বিগ বি লিখেছেন, ‘শুনছি আমার ৭৫তম জন্মদিন পালনের পরিকল্পনা আছে অনেকের। কিন্তু জেনে রাখুন, আমি কোনো অনুষ্ঠান করার অনুমতি দেইনি কাউকে।

যদি কেউ এমন কোনো উদ্যোগ নিয়ে থাকেন তাহলে তার অবশ্যই সরে আসা উচিত। কারণ আমি কখনও এসব আয়োজনে সাঁয় দেইনি কিংবা নিজেও জড়াইনি। ’

গুঞ্জন আছে, অমিতাভের ৭৫তম জন্মদিনে ধুমধাম পার্টি করার পরিকল্পনা আছে বচ্চন পরিবারের। যদিও এ প্রসঙ্গে ৭৪ বছর বয়সী এই তারকা তার ব্লগে লিখেছেন, ‘জাঁকজমকভাবে আমার ৭৫তম জন্মদিন পালনের এসব কথা ও খবর মিথ্যা, হাস্যকর ও পুরোপুরি রসিকতা। ’

৭৫তম জন্মদিনে মুম্বাইয়ে থাকছেন না বলেও জানিয়েছেন বলিউড শাহেনশাহ। তিনি বলেন, ‘যদি কেউ এমন কোনো পরিকল্পনা করেও থাকে, তাদের জানিয়ে রাখলাম, আমি শহরেই থাকবো না। সুতরাং লাভ নেই। ’

অমিতাভ এখন টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন আসরের শুটিং নিয়ে ব্যস্ত। এই আয়োজনে আবার হটসিটে বসছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।