ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রংবাজ’-এর ট্রেলার ফাঁস! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
‘রংবাজ’-এর ট্রেলার ফাঁস! (ভিডিও) ‘রংবাজ’ ছবিতে শাকিব খান ও বুবলী

শুরু থেকেই আলোচনার জন্ম দিয়েছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ ছবিটি। ঈদুল আযহা উপলক্ষে মুক্তি প্রতীক্ষিত ছবিটির ট্রেলার বের হয়েছে এরই মধ্যে, তবে এটি অফিসিয়াল নয়। সংশ্লিষ্টদের মতে, বাজে প্রিন্টের ট্রেলারটি কে বা কারা ফাঁস করে দিয়েছে।

‘সুপারস্টার’ শাকিব খান কিংবা নায়িকা বুবলীও ট্রেলার মুক্তির বিষয়টি জানেন না। ৭ আগস্ট থেকে ইউটিউবের একাধিক চ্যানেলে মিলছে ছবির ঝাপসা প্রিন্টের ট্রেলার।

এর দৈর্ঘ্য সাড়ে ৪ মিনিট। সঙ্গতকারণেই ট্রেলার দেখে খুশি হতে পারেননি শাকিব ভক্তরা।  

‘রংবাজ’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের রুপরঙ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শুরুতে ছবিটির পরিচালক ছিলেন শামীম আহাম্মেদ রনি। পরিচালক সমিতির নিষেধাজ্ঞার কারণে তার স্থলাভিষিক্ত হন আবদুল মান্নান।  

* ‘রংবাজ’-এর ফাঁস হওয়া ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।