ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমা এখন সেলফি কুইন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
সালমা এখন সেলফি কুইন সালমা, ছবি: বাংলানিউজ

সেলফি জ্বরে আক্রান্ত বিশ্ব। আবারও গানের উপজীব্য বিষয় হয়ে উঠলো সেলফি। আর তাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সালমা। যেনতেন গান, এটি আইটেম নাম্বার। প্রথমবারের মতো চলচ্চিত্রের এ ধারার গানে পাওয়া যাবে সালমাকে।

ক্লোজআপ ওয়ান তারকা সালমা লোক, লালন, আধুনিক, প্লেব্যাকসহ সব ধারার গান করছেন। এরই ধারাবাহিকতার নাম ‘সেলফি কুইন কমলা’ গানটি।

নবাগত নির্মাতা মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ ছবিতে থাকছে সালমার গাওয়া ‘সেলফি কুইন কমলা’।  

‘ডিজিটাল মেয়ে আমি ধার ধারি না কারো/ ফেসবুক, ভাইবার ইমো আছে আরো/ রঙ বেরঙের সেলফি তুলি সকাল সন্ধ্যা বেলা/ আমি সেলফি কুইন কমলা’—লিমন আহমেদর এমন কথায় গানটিতে সুর দিয়েছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন।  

সালমা বলেন, ‘তরুণদের মন জয় করার মতো একটি গান। কথা, সুর ও সংগীতের দারুণ সম্মিলন ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে। ’

জীবনধর্মী গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘ঠোকর’ ছবিটি। এতে অভিনয় করছেন নতুন প্রজন্মের দুই শিল্পী পুষ্পিতা পপি ও  আশরাফ কিটু।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।