ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভ বচ্চনের মৃত্যুভয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
অমিতাভ বচ্চনের মৃত্যুভয়! অমিতাভ বচ্চন (ছবি: সংগৃহীত)

মৃণাল সেন পরিচালিত ‘ভুবন সোম’ ছবিতে কণ্ঠ দেওয়ার মাধ্যমে ১৯৬৯ সালে চলচ্চিত্র জগতে পা রেখেছেন অমিতাভ বচ্চন। তবে অভিনয়ের শুরুটা করেছেন খাজা আহমদ আব্বাস পরিচালিত ‘সাত হিন্দুস্তানি’র মধ্য দিয়ে।

দীর্ঘ অভিনয় জীবনে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন বলিউডের কিংবদন্তি এই অভিনেতা। খ্যাতি-যশ-অর্থ সবই পেয়েছেন তিনি।

এ জীবনে যেনো আর কিছুই পাওয়ার নেই তার। তবে এখন ভয় গ্রাস করেছে তাকে। সেটি হচ্ছে মৃত্যুভয়। আর এ কারণেই নাকি নিজের ৭৫তম জন্মদিন ধুমধাম করা থেকে বিরত ছিলেন ‘শোলে’খ্যাত এই তারকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটা নিজেই জানিয়েছেন বিগ বি।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘৭৫ বছর পর জন্মদিন পালনের উন্মাদনা ফিকে হয়ে যায়…অনেক লোক, প্রচুর উপহার, ঝকমকে দামি পোশাক, অনেক আলো…এসব থেকে মন পালাতে চায়। কারণ এতো আয়োজন, সবই সেই দিনটার জন্য। অ্যা ইয়ার ক্লোজার টু ফাইনাল ক্লোজার। ’

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির শুটিং করছেন অমিতাভ বচ্চন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আমির খান। এই প্রথম একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তারা। এ ছাড়া উমেশ শুক্লা পরিচালিত ‘১০২ নট আউট’ ছবির কাজ রয়েছে অমিতাভের হাতে। এতে তার ছেলের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়াণ অভিনেতা ঋষি কাপুরকে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।