ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সাদি মে জারুর আনা’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
‘সাদি মে জারুর আনা’ (ভিডিও) ‘সাদি ম্যায় জারুর আনা’ ছবির পোস্টার

একতা কাপুর পরিচালিত ‘লাভ সেক্স ধোকা’ ছবির মধ্য দিয়ে ২০১০ সালে বলিউডে পা রেখেছেন রাজকুমার রাও। এরপর অভিনয় করেছেন, ‘সিটি লাইট’, ‘বেহেন হোগি তেরি’, ‘আলিগড়’, ‘কুইন’, ‘হামারি আধুরি কাহানি’, ‘তালাশ’, ‘ডলি কি ডোলি’, ‘ট্র্যাপড’, ‘বারেলি কি বারফি’র মতো ছবিতে। এমনকি তার অভিনীত ‘নিউটন’ মনোনীত হয়েছে অস্কারে।

বর্তমানে ‘সাদি মে জারুর আনা’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউডের এই অভিনেতা। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে ‘রাজ’খ্যাত তারকা কৃতি খারবান্দাকে।

এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার।

ছবির ট্রেলারটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করে রাজকুমার লিখেছেন, ‘সবকিছুই ন্যায্য ভালোবাসা ও যুদ্ধে। ভালোবাসা শেষ, এবার যুদ্ধ শুরু। ’  

** ‘সাদি মে জারুর আনা’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।