ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিয়াম-তিশা জুটির গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
সিয়াম-তিশা জুটির গান তানজিন তিশা, সিঁথি সাহা ও সিয়াম আহমেদ (ছবি: সংগৃহীত)

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। শুটিং করছেন ‘পোড়মন টু’ ছবির। অন্যদিকে তানজিন তিশাও বড়পর্দায় কাজ করছেন। ভবিষ্যতে চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করবেন, এমনটা হতেই পারে। এর আগে এই দুই শিল্পীকে জুটি হিসেবে পাওয়া যাবে একটি মিউজিক ভিডিওতে। 

জনপ্রিয় গায়িকা সিঁথি সাহা ও চন্দন সিনহার গাওয়া ‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার’ গানে মডেল হয়েছেন সিয়াম ও তিশা। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

 

সিঁথি বাংলানিউজকে জানান, কবির বকুলের কথায় গানটির সুর করেছেন সিঁথি।  এতে সংগীতায়োজন করেছেন অমিত চট্টোপাধ্যায়। অার ভিডিওটি তৈরি করছেন তানিম রহমান অংশু। গানচিল মিউজিকের ব্যানারে অচিরেই প্রকাশ হবে ‘আঙুল ছুঁয়েছে আঙুল তোমার’ গান-ভিডিও।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।