ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিরাটের প্রেমিকা ‘নুশকি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বিরাটের প্রেমিকা ‘নুশকি’ (ভিডিও) বিরাট কোহলি ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

বহুদিন ধরেই শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। তবে সম্পর্ক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ, তবে এটি ওপেন সিক্রেট। প্রায় সময়ই হাতে-হাত রেখে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে।

দিওয়ালি উপলক্ষে আমির খানের ‘আমির অর বিরাট কি সাথ’ নামক একটি চ্যাট শো’তে হাজির আলোচিত এই ক্রিকেট তারকা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর একটি প্রোমো।

সবকিছু ছাড়িয়ে সবার নজরে এসেছে বিরাটের একটি বক্তব্য। ভিডিওর একটি অংশে তাকে বলতে শোনা যায়, ‘নুশকি (আনুশকা শর্মা)  খুবই সৎ। ’ বুঝতে বাকি নেই যে, আনুশকা শর্মাকে ভালোবেসে এই নামে সম্বোধন করেন বিরাট।

‘আমির অর বিরাট’ অনুষ্ঠানের প্রোমো

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।