ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীর গানে বিদ্যার নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
শ্রীদেবীর গানে বিদ্যার নাচ শ্রীদেবী ও বিদ্যা বালান (ছবি: সংগৃহীত)

‘মি. ইন্ডিয়া’ ছবির ‘হাওয়া হাওয়াই’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই? কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া গানটি ঠোঁটে নিয়ে নাচের ঝড় তুলেছিলেন শ্রীদেবী। ৩০ বছরের পুরনো সেই গানটি নতুনভাবে উপভোগ করতে পারবেন দর্শক। শ্রীদেবী নয়, এবার এর তালের সঙ্গে মুদ্রা মেলাবেন বিদ্যা বালান।

বলিউডে এখন চলছে রিমিক্সের ট্রেন্ড। এরই ধারাবাহিকতায় ফিরছে ‘হাওয়া হাওয়াই’।

সুরেশ ত্রিভেনি পরিচালিত ‘তুমহারি সুলু’ ছবিতে অভিনয় করছেন বিদ্যা বালান। এ ছবির জন্যই তৈরি করা হবে ‘হাওয়া হাওয়াই’ গানের নতুন ভার্সন।

এ প্রসঙ্গে ‘হামারি আধুরি কাহিনি’খ্যাত তারকা বিদ্যা বলেছেন, “শ্রীবেদীর অন্ধ ভক্ত আমি। শুরুতে ছবিটি করতে গিয়ে অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম। কেননা আমাকে বলা হয়েছিলো ‘হাওয়া হাওয়াই’ নতুন ভার্সনে নাচতে হবে আমাকে। ”

যোগ করে বিদ্যা আরও বলেন, ‘গানটি আমি তাকেই উৎসর্গ করতে চাই। এতে অভিনয় করতে গিয়ে অনেক আনন্দ করেছি আমরা। ’

এদিকে ‘তুমহারি সুলু’ ছবির নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গানটির নতুন ভার্সন প্রকাশ করবেন শ্রীদেবী।

** ‘তুমহারি সুলু’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।