ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্বর মিশন নেপাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
অপূর্বর মিশন নেপাল ছবি: বাংলানিউজ

এক সপ্তাহের বেশি সময় থাকতে হবে দেশের বাইরে, নেপালে। এরই শেষ প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। পাঁচটি নাটকের শুটিং সেরে তবেই ঢাকায় ফিরবেন তিনি। রোববার (১৫ অক্টোবর) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে এমনটিই জানালেন ‘বড় ছেলে’ তারকা অপূর্ব।

একসঙ্গে পাঁচ নাটক? বিষয়টি খোলাসা করলেন অপূর্ব। তিনি বলেন, ‘নাটকের সংখ্যা আরও বেশি।

আমাকে নিয়ে তৈরি হচ্ছে পাঁচটি নাটক। এগুলো বানাবেন তিনজন নির্মাতা। আমার সহশিল্পীরাও কমন থাকবেন। এ ক্ষেত্রে দ্রুততম সময়ে বেশি কাজ করা সম্ভব হবে। সব মিলিয়ে নাটকে বৈচিত্র্য রাখার জন্য এমন আইডিয়া মন্দ নয়। ’ 

ছবি: বাংলানিউজঅপূর্ব জানান, তার নাটকগুলো পরিচালনা করবেন বি ইউ শুভ, সরদার রোকন ও মেহেদী হাসান জনি। নির্মাতারা এরই মধ্যে নেপালে গিয়ে লোকেশন চূড়ান্ত করে এসেছেন। অপূর্বর সঙ্গে এই পাঁচটি নাটকে দেখা যাবে এফ এস নাইম, মৌসুমী হামিদ ও নাদিয়া মিমকে। ১৬ অক্টোবর তারা একই ফ্লাইটে ঢাকা ছাড়ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।