ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাঞ্ছনার শিকার সৌমিক আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
লাঞ্ছনার শিকার সৌমিক আহমেদ সৌমিক আহমেদ (ছবি: সংগৃহীত)

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সৌমিক আহমেদ লাঞ্ছনার শিকার হয়েছেন। রোববার (১৫ অক্টোবর) রাতে উত্তরার একটি শুটিং হাউসে এমন ঘটনা ঘটে।

শারীরিকভাবে মারধর ও লাঞ্ছনার শিকার অভিনেতা-মডেল সৌমিক জানান, ‘স্ক্রিপ্ট হাউস’ নামের ওই শুটিং হাউসের ম্যানেজার ও কর্মীরা সৌমিক এবং তার ইউনিটের লোকদের মারধর ও লাঞ্ছিত করেছেন।  
 
সৌমিক ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনায় লিখেছেন, ‘শুটিং প্যাক-অ্যাপ করার পর শুটিংয়ের গাড়িতে ব্যাক করার জন বসেছিলাম।

দেখলাম শুটিং হাউসের ম্যানেজার গেট বন্ধ করে দিয়েছে, সেই সাথে টেকনিশিয়ানদের গাড়িও আটকে রাখে। এ বিষয়ে কথা বলতে গেলে রীতিমতো মাস্তানি শুরু করে দেয়। ’

সৌমিক উল্লেখ করেন, ‘তারা দাবি করেন, তাদের একদিনের পেমেন্ট অতিরিক্ত দিতে হবে। আমি প্রতিবাদ করতে গেলে গালিগালাজ করে। টেকনিশিয়ানদের পক্ষ নিয়ে কথা বলায় আমার ওপর চড়াও হয়, আমার গায়ে হাত তোলে, লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে মারতে। পরে অন্যরা আমাকে টেনে বের করে নিয়ে আসে। ’
 
সৌমিক জানান, ‘স্ক্রিপ্ট হাউস’-এর ম্যানেজারের নাম আলাউদ্দিন। চার-পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা টেনে সৌমিক বলেন, ‘দীর্ঘদিন কাজ করছি, কিন্তু এমন বাজে পরিস্থিতি এবং বাজে শুটিং হাউসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোপূর্বে কখনোই ঘটেনি। হতাশ হলাম। ’

এ বিষয়ে অভিনেতা সৌমিক ফেসবুকে বিশদ স্ট্যাটাস দিয়েছেন, শরীরে আঘাতের চিহ্নের ছবিসহ বর্ণনা করেছেন তিক্ত অভিজ্ঞতার কথা। পাশাপাশি এর প্রতিকার চেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।