ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিক্যুয়েলের পর রিমেকে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
 সিক্যুয়েলের পর রিমেকে জ্যাকুলিন জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ সবশেষ সফলতার মুখ দেখেছেন ‘জুড়ুয়া টু’ ছবিতে। এরই মধ্যে নতুন ছবিতে নাম লেখাতে যাচ্ছেন তিনি। এবার সিক্যুয়েল নয়, হলিউডের হিন্দি রিমেকে অভিনয় করবেন শ্রীলঙ্কান এই সুন্দরী। 

২০১৬ সালে হলিউডে মুক্তি পেয়েছিলো ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। পল হকিংসের উপন্যাসটি বড়পর্দায় নিয়ে এসেছিলেন টেল টেলর।

সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের ছবিটিকেই বলিউডে রিমেক করবেন রিভু দাশগুপ্ত (টিন ছবির নির্মাতা)। তিনি জানান, এরই মধ্যে গল্পের স্বত্ত্ব কিনেছেন তিনি, শেষ করেছেন চিত্রনাট্য তৈরির কাজ। অন্যদিকে কথাও হয়েছে জ্যাকুলিনের সঙ্গে। তিনিই থাকছেন প্রধান চরিত্রে, যেটি হলিউডে ফুটিয়ে তুলেছিলেন এমিলি ব্লান্ট।    

ছবি: সংগৃহীতসালমান খানের ‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়েল ‘জুড়ুয়া টু’তে জুটিবদ্ধ হয়েছিলেন জ্যাকুলিন ও বরুণ ধাওয়ান। ছবিটি আশানূরূপ ব্যবসা করেছে। এবার দেখা যাবে বেস্ট সেলার বই থেকে নির্মিত হলিউড রিমেকে কেমন করেন ৩২ বছর বয়সী জ্যাকুলিন।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।