ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য তুলে ধরবেন জেসিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য তুলে ধরবেন জেসিয়া জেসিয়া ইসলাম, ছবি: বাংলানিউজ

অনেক জল্পনা-কল্পনা-বিতর্কের পর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট ওঠে জেসিয়া ইসলামের মাথায়। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে ১৯ নভেম্বর চীন যাচ্ছেন তিনি। এই সুন্দরীর দেশত্যাগ উপলক্ষে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের।

কী থাকছে সংবাদ সম্মেলনে? আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে,  বাংলাদেশি মিস ওয়ার্ল্ড জেসিয়ার হাতে ঐতিহ্যের বিভিন্ন পণ্য তুলে দেওয়ার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

এই প্রতিযোগীর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশখ্যাত পাটের তৈরি বিভিন্ন পণ্য তুলে ধরা হবে।

এসব পণ্যের মধ্যে রয়েছে  জুতা, সালোয়ার কামিজ, পাটের জামদানি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ কিছু উপহার সামগ্রী।
 
এ উপলক্ষে ১৭ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। এতে বিস্তারিত তুলে ধরবে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।