ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিডনিতে ‘ডুব’-এর আগাম টিকিট শেষ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
সিডনিতে ‘ডুব’-এর আগাম টিকিট শেষ ‘ডুব’

মুক্তির কয়েক সপ্তাহ আগেই টিকিট শেষ! বাংলাদেশি ছবির জন্য এটি রীতিমত বিস্ময়কর তথ্য। অস্ট্রেলিয়ার সিডনিতে ‘ডুব’ ছবির প্রথম প্রদর্শনীর (১১ নভেম্বর) বেলায় এমনটি ঘটলো। 

২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। কাছাকাছি সময়ে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশেও মুক্তি পাচ্ছে এটি।

মোস্তফা সরয়ার ফারুকীর তৈরি যৌথ প্রযোজনার ‘ডুব’ সবার মধ্যে আগ্রহ তৈরি করেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ইরফান খান, নসুরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী প্রমুখ।  

‘ডুব’জানা যায়, আগামী ১১ ও ১২ নভেম্বর সিডনির অবার্নের রিডিং সিনেমাসে ‘ডুব’ ছবির পৃথক দুটি প্রদর্শনী হবে। এরই মধ্যে প্রথম দিনের শো-এর সব টিকিট (দাম ২২ ডলার) বিক্রি শেষ হয়ে গেছে। এই তথ্য জানিয়েছে ছবি প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান দেশি ইভেন্টস। এ ছাড়া দ্বিতীয় প্রদর্শনীর টিকিটের আগাম বিক্রিও চোখে পড়ার মতো। এতে সন্তোষ প্রকাশ করেছে ‘ডুব’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।    

‘ডুব’-এর মুক্তি উপলক্ষে ২৫ অক্টোবর বাংলাদেশে আসছেন ইরফান খান। থাকবেন ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতেও।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।