ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাত ভেঙে বিশ্রামে এড শিরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
হাত ভেঙে বিশ্রামে এড শিরান এড শিরান (ছবি: সংগৃহীত)

সাইকেল চালাতে গিয়ে হাত ভেঙে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। সোমবার (১৬ অক্টোবর) এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ কারণে তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাত ভাঙার একটি ছবি শেয়ার করে এড লিখেছেন, ‘বাইসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছি আমি। আপাতত আমাকে ডাক্তারের পরামর্শ মেনে চলতে হচ্ছে কিছুদিন।

হাত ভাঙার কারণে সামনের কিছু শো-তে তিনি নাও থাকতে পারেন বলে জানিয়েছেন ২৬ বছর বয়সী এই গায়ক।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।