ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফিডব্যাকের লুমিন গাইলেন বন্ধুর লেখা গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
ফিডব্যাকের লুমিন গাইলেন বন্ধুর লেখা গান গায়ক লুমিন (ছবি: সংগৃহীত)

ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিন। সাধারণত ব্যান্ডের বাইরে গান করেন না তিনি। এবার ঘটলো ব্যতিক্রম। কারণ বন্ধুত্ব। লুমিনের বন্ধু ঠাকুরগাঁওয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন লুমিন।

প্রেম-বিরহ নয়, বিষয়ভিত্তিক তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এগুলো হলো— ‘পঁচিশে মার্চ, ‘কাঁদো বাঙালি আজ কাঁদো’ ও ‘মা।

গানগুলোর সুর করেছেন সাজেদ ফাতেমী, সংগীতায়োজনে জে আর সুমন। অচিরেই গানগুলোর ভিডিও পাওয়া যাবে ইউটিউবে।  

ব্যান্ডের বাইরে গিয়ে প্রথম গান করা প্রসঙ্গে লুমিন বলেন, ‘লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। পুলিশে কর্মরত থাকলেও থিয়েটার করা, বই লেখা, গান লেখায় নিজেকে নিয়োজিত রেখেছে সে। বন্ধুর অনুরোধ ফেলতে পারিনি। তা ছাড়া গানের বিষয়বস্তু দেখেও গাওয়ার তাগিদ অনুভব করেছি। ’

লুমিন ও দেওয়ান লালন (ছবি: সংগৃহীত)গীতিকার দেওয়ান লালন বলেছেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান আমি। হৃদয়ে মুক্তিযুদ্ধ ধারণ করি। সেই চেতনা থেকেই এ ধরনের গান লেখা। ’

এর আগে মুক্তিযুদ্ধের ওপর দুটি বইও লিখেছেন এই পুলিশ কর্মকর্তা। এগুলো হলো ‘পুলিশের খেরোখাতা’ ও ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।