ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারকাদের দিওয়ালি উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
তারকাদের দিওয়ালি উৎসব বচ্চন পরিবারের দিওয়ালি উৎসব

এসে গেলো সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব দিওয়ালি। ফুলঝুরি হাতে মেতে উঠেছেন ছোট-বড় সবাই, বাদ নেই তারকারাও। আলোর এই উৎসবে সামিল তারা।

জাভেদ আখতার-শাবানা আজমি ও অক্ষয় কুমার-টুইংকেল দম্পতিদিওয়ালি উপলক্ষে ১৮ অক্টোবর এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন প্রযোজক একতা কাপুর। যেখানে উপস্থিত ছিলেন- শ্রীদেবী, অনিল কাপুর, হেমা মালিনী, সঞ্জয় দত্ত-মান্যতা দম্পতি, সোনম কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ রয় কাপুর, সানাক্ষি সিনহা, শিল্পা শঠি, রিচা চাড্ডা, কৃতি স্যানন, সুশান্ত সিং রাজপুত, ভূমি পেড়নেকরসহ প্রমুখ।

সোনাক্ষি সিনহা, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, কৃতি স্যানন ও রিচা চাড্ডাদিওয়ালি উপলক্ষে এ বছর কোন পার্টির আয়োজন করেননি বচ্চন পরিবার। ঘরোয়াভাবে পালন করছেন দিওয়ালি। সম্প্রতি তার দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

অনিল কাপুর, অর্জুন কাপুর, সিদ্ধার্থ রয় কাপুর ও সুশান্ত সিং রাজপুত

হেমা মালিনী, শ্রীদেবী, সোনালি বেন্দ্রে, শিল্পা শেঠি ও শমিতা শেঠি

সঞ্জয় দত্ত-মান্যতা ও বিপাশা বসু-করণ সিং গ্রোভার দম্পতিবাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।