ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন দিন ধরে হাসপাতালে মোশাররফ করিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
তিন দিন ধরে হাসপাতালে মোশাররফ করিম মোশাররফ করিম, ছবি: বাংলানিউজ

ঈদুল আযহার আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কয়েকদিনে চিকিৎসায় সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন। এবার আবার হাসপাতালে যেতে হলো তাকে। 

তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন আলোচিত অভিনেতা মোশাররফ করিম। বুধবার (১৮ অক্টোবর) শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর উত্তরায় একটি ক্লিনিকে ভর্তি করা হয় মোশাররফকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোশাররফের স্ত্রী অভিনেত্রী জুঁই করিম। এবার জন্ডিসে ধরা পড়েছেন এই তারকা।  

বাংলানিউজের সঙ্গে আলাপে জুঁই বলেন, ‘দুশ্চিন্তার কারণ নেই। মোশাররফ এখন অনেকটা ভালো। চিকিৎসকের পরামর্শে ওষুধ চলছে। হয়তো আগামীকাল (২২ অক্টোবর) বাসায় ফিরতে পারবো। ’

জুঁই জানান, আগেরবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে থাকার সময় ১৫দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু সপ্তাহ না পেরুতেই আবার শুটিং শুরু করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।