ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ কোন দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এ কোন দীপিকা! দীপিকা পাড়ুকোনের এই পোশাক নিয়ে হাসাহাসি চলছে

সবুজ রঙের জাম্পস্যুট, সঙ্গে ব্যাগিস স্টাইলের প্যান্ট— পোশাকটি একেবারেই যাচ্ছেনা যেন দীপিকা পাড়ুকোনের স্টাইলের সঙ্গে, ভক্তরা এমনটাই মনে করছেন। রং বা ফেব্রিক কী দেখে এমন পোশাক পরলেন এই সুন্দরী?

হলিউড-বলিউডের তারকারা পোশাক নিয়ে নিয়মিত নিরীক্ষা চালান। এ ব্যাপারে রণবীর সিং এগিয়ে আছেন।

তবে দীপিকাও কম যান না! এবার সেই প্রমাণই যেন দিলেন। দীপিকা নতুন পোশাক নিজের জন্য পছন্দ করে সবাইকে তাজ্জব বানিয়ে দিলেন।

যথারীতি দীপিকার নতুন পোশাক নিয়ে ইন্টারনেট-দুনিয়ায় চলছে রসিকতা, ব্যঙ্গ। ‍রুচিশীল ও মার্জিত পোশাকের কারণে ৩১ বছর বয়সী দীপিকার আলাদা সুনাম রয়েছে ইন্ডাস্ট্রিতে। সেই সুনাম ক্ষুণ্ন হতে দেখে ভক্তদের খারাপই লাগার কথা।

দীপিকা পাড়ুকোন‘পদ্মাবতী’ হিসেবে এবার পর্দায় আসছেন দীপিকা। ১ ডিসেম্বর মুক্তি পাবে সঞ্জয়লীলা বানসালির ‘আলোচিত’ এই ছবি। এতে দীপিকার সঙ্গে আছেন রণবীর সিং ও শাহিদ কাপুর।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।