ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানীর বাবা রামের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
রানীর বাবা রামের মৃত্যু বাবা রাম মুখোপাধ্যায়ের সঙ্গে রানী (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাবা নির্মাতা ও প্রযোজক রাম মুখোপাধ্যায় আর নেই। ২২ অক্টোবর ভোর ৪টায় মৃত্যু হয় তার। রামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সংস্কৃতি অঙ্গনে। 

৮৪ বছর বয়সী রামের শরীর কিছুদিন ধরে ভালো ছিলো না। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তচাপ আকস্মিকভাবে কমে গেলে মৃত্যু হয় তার।  

প্রযোজক-পরিচালক-চিত্রনাট্যকার হিসেবে সুনাম কুঁড়িয়েছিলেন রাম মুখোপাধ্যায়। একাধারে হিন্দি ও বাংলা ছবির প্রযোজক ছিলেন তিনি। এ ছাড়া ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনাও করেছেন রাম।  বলিউড ও টলিউডে রানীর অভিষেক হয়েছিলো বাবার প্রযোজিত ছবির মাধ্যমে।

সুনীল দত্ত ও আশা পারেখ অভিনীত ‘হাম হিন্দুস্থানি’ (১৯৬০), দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা অভনীত ‘লিডার’ (১৯৬৪) ছবিতে তিনিই পরিচালক ছিলেন। এ ছাড়া রাম ‘রক্তলেখা’ (১৯৯২), ‘তোমার রক্তে আমার সোহাগ’ (১৯৯৩) ও ‘রক্তনদীর ধারা’ (১৯৯৪) এই তিনটি বাংলা ছবিও পরিচালনা করেছিলেন।  

প্রযোজক হিসেবেও তিনি বেশ সফল ছিলেন। রানীর বাংলা ও হিন্দি প্রথম ছবি ‘বিয়ের ফুল’ (১৯৯৬) ও ‘রাজা কি আয়েগি বরাত’ (১৯৯৭) রামের প্রযোজনায় তৈরি হয়েছিলো।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।