ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিত্রশিল্পী আফজাল হোসেনের আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
চিত্রশিল্পী আফজাল হোসেনের আত্মপ্রকাশ আফজাল হোসেন, ছবি: সংগৃহীত

বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনকে সবশেষ দেখা গেছে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়-পরিচালনা-লেখালেখির বাইরে আঁকাআঁকিতেও সিদ্ধহস্ত আফজাল। এবার জীবনের প্রথম একক চিত্রপ্রদর্শনী করতে যাচ্ছেন তিনি।

দেশে নয়, চারুকলা নিয়ে পড়াশোনা করা আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকাল’-এর দশম বর্ষপূর্তি উপলক্ষে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে তাকে ‘আজকাল সম্মাননা’ দেওয়া হবে।

পত্রিকাটি চলতি বছর থেকেই এই সম্মাননা প্রবর্তন করছে। অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে নিউইয়র্ক যাওয়ার কথা আফজালের।  
 
জানা যায়, ২৯ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো ব্যাংকুয়েট হলে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আফজাল হোসেনের চিত্র প্রদর্শনী চলবে। এর আগে ২৭ অক্টোবর ‘আজকাল’-এর তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনের প্রথমদিন সন্ধ্যা ৬টায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আফজাল হোসেনকে ‘আজকাল সম্মাননা’য় ভূষিত করা হবে। পরদিন পালকি পার্টি সেন্টারে একটি আড্ডায় অংশ নেবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।