ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা হলেন এশা দেওল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
মা হলেন এশা দেওল এশা দেওল, ছবি: সংগৃহীত

দীপাবলির আনন্দের পরপরই এলো আরেক খুশির খবর। মা হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী এশা দেওল। হেমা মালিনি- ধর্মেন্দ্রর পরিবারে এখন নতুন উৎসবের আমেজ।

সোমবার (২৩ অক্টোবর) সকালে হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৩৫ বছর বয়সী এশা দেওল। মা ও নবজাতিকা দু’জনেই সুস্থ আছেন।

এদিকে বাবা হওয়ার খুশিতে নিজের অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে পারছেন না ভরত তখতানি। বললেন, ‘আজ যে ঠিক কতোটা খুশি, তা কথায় প্রকাশ করতে পারবো না। ও হাসলে মনে হচ্ছে একেবারে আমার মতোই দেখতে হয়েছে। ’

কয়েক বছর প্রেম করার পর ব্যবসায়ী ভরত তখতানিকে ২০১২ সালের জুনে বিয়ে করেন তারকা অভিনেত্রী হেমা মালিনির মেয়ে এষা দেওল। অন্তঃসত্ত্বা থাকার সময় প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেন ‘ধুম’-এর এই নায়িকা।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।