ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাচ্চু বানালেন ‘সম্মুখযাত্রী ফজলুল হক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
সাচ্চু বানালেন ‘সম্মুখযাত্রী ফজলুল হক’ পরিবারের সঙ্গে ফজলুল হক। ডানে শহিদুল আলম সাচ্চু (ছবি: সংগৃহীত)

অভিনেতা-সংগঠক ও নির্মাতা শহিদুল আলম সাচ্চু। এবার তিনি তৈরি করলেন একটি প্রামাণ্যচিত্র। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হকের জীবন ও কর্মের ওপর তৈরি হয়েছে এটি।

ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর। ২০০৪ সাল থেকে ফজলুল হক স্মৃতি কমিটির পক্ষে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রর্বতন করেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।

এ বছর চলচ্চিত্র পরিচালনায় আবদুল লতিফ বাচ্চু ও চলচ্চিত্র সাংবাদিকতায় নরেশ ভূঁইয়া পুরস্কার পাচ্ছেন। এ উপলক্ষে ২৬ অক্টোবর দুপুরে ঢাকার একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।  

আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। অনুষ্ঠানে দেখানো হবে ফজরুল হকের জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘সম্মুখযাত্রী ফজলুল হক’ নামের প্রামাণ্যচিত্রটি।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।